নিজস্ব প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে গুলি চালিয়ে ৪ সাংবাদিককে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি আব্দুস শহীদকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ নোয়াখালী এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র মজুমদার। এদিন সকালে চন্দ্রগঞ্জ থানার আমানি লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস শহীদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গনেশ শ্যামপুর গ্রামের শাহজাহানের ছেলে।
র্যাব ১১ কর্মকর্তা দীপক চন্দ্র মজুমদার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমানি লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে শহীদকে গ্রেফতার করা হয়। তিনি সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় ২ নম্বর আসামি। তাকে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য গত ৩ ফেব্রুয়ারি বিকেলে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে গনেশ শ্যামপুর এলাকায় চার সাংবাদিকের ওপর হামলা চালান দুর্বৃত্তরা। এতে খবরের কাগজের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম,দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলা উদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ গুলিবিদ্ধসহ আহত হয়।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম।