নিউজ ডেক্সঃ দৈনিক লক্ষ্মীপুর সংবাদ। লক্ষ্মীপুরের সাংবাদিক রাশেদুল হাসান সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হন।
ঘটনাটি গত ১৪ জানুয়ারী সন্ধ্যা ৫ টায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার অন্তরগত দাসের হাট বাংলাদেশ মেডিক্যাল সম্মুখে ঘটে।
সাংবাদিক রাশেদুল হাসান জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় লক্ষ্মীপুর জেলার দায়িত্বে আছেন।এবং সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক।
গত ১০শে জানুয়ারী লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানাধীন ১৩ নং দিঘলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সাবেক ইউ পি সদস্য নাছির জায়গা জমিকে কেন্দ্র করে তার ভাই জহিরের উপর হামলা চালায় এতে জহির লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনার বিষয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্য নিয়ে অনলাইন জাগ্রত চট্টগ্রাম ও বিভিন্ন চ্যানেলে নিউজ করেন সাংবাদিক রাশেদুল হাসান। এতে করে নাছির ক্ষিপ্ত হয়ে গত ১৪ জানুয়ারী সন্ধ্যা ৫টার সময় তাহার ছেলে নাঈম সহ দাশের হাট বাজারে বাংলাদেশ মেডিকেল হলের সামনে প্রকাশ্যে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন সাংবাদিক রাশেদুল হাসান।